kalerkantho

গুড়পুকুর মেলা

সাতক্ষীরা প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে সাতক্ষীরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। গতকাল শনিবার সকালে শহরের পলাশপোলে গুড়পুকুরের বটতলায় বসে এ মেলা। হিন্দু ধর্মাবলম্বীরা দলে দলে বটতলায় পূজা দিচ্ছে। পুণ্য অর্জনসহ নিজেদের মনোকামনা পূরণে নানা ধরনের মানতও করছে তারা। মেলা উপলক্ষে শুরু হয়েছে বেহুলা-লখিন্দরের ভাসান গানের পালাও। তবে গুড়পুকুর মেলার মূল আকর্ষণ ‘কলমের বৃক্ষ’ বেচাকেনা এখনো শুরু হয়নি। ১৫ দিনের এই মেলা জমে উঠতে আরো কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রায় ৩০০ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানা গেছে। এদিকে সাতক্ষীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ হোসেন জানান, আগামীকাল সোমবার ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


মন্তব্য