kalerkantho


রায়পুরে কৃষকের জমি দখলের চেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার পূর্বলাছ এলাকার কৃষক ইসমাইল হোসেনের জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বলাছ এলাকার দর্জিবাড়ির বৃদ্ধ আয়েশা বেগম পৈতৃক সূত্রে ১২ শতাংশ জমির মালিক। তাঁর বড় ছেলে কৃষক ইসমাইল হোসেন জমিটি তদারকি করে আসছেন। দীর্ঘদিন ধরে ওই জমি তাঁদের দখলে রয়েছে। সম্প্র্রতি একই বাড়ির হোসেন আহম্মদ জমিটি দখলের জন্য একটি ভুয়া দলিল তৈরি করে বলে ওই বৃদ্ধার অভিযোগ। একাধিকবার ওই জমি দখলের চেষ্টাও চালান হোসেন। সর্বশেষ গতকাল সকালে তাঁর নেতৃত্বে ছয়-সাতজন ব্যক্তি জমিটি দখল করতে যায়। একপর্যায়ে ইসমাইলের পরিবারের সদস্যদের তোপের মুখে পড়ে তারা সটকে পড়ে।

এ ব্যাপারে কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘ভুয়া দলিলের মাধ্যমে আমাদের ১২ লাখ টাকা দামের জমিটি দখলে নিতে পরিকল্পিতভাবে হোসেন তৎপরতা চালচ্ছে।’


মন্তব্য