kalerkantho


ভ্রাম্যমাণ আদালত

বাল্যবিয়ের কনের বাবাসহ চারজনের কারাদণ্ড

প্রিয় দেশ ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গাইবান্ধায় বাল্যবিয়ের দায়ে কনের বাবা ও বরের ভাইকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মণিরামপুরে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে জরিমানা করা হয়েছে কনের বাবাকে। ফরিদপুরের মধুখালীতে অবৈধ জাল  দিয়ে মাছ ধরায় দুজনকে কারাদণ্ড ও দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গাইবান্ধা : এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন সদর উপজেলার মধ্য রাধাকৃষ্ণপুর গ্রামের কনের বাবা খাজা মিয়া ও গাইবান্ধা শহরের দক্ষিণ বানিয়ারজান এলাকার বরের ভাই জাকির হোসেন।

ফরিদপুর : এক বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ইমাম মোল্লা ও রবিউল শেখ। এ ছাড়া আড়কান্দি গ্রামের মৎসজীবী সরোয়ার শেখ ও বাদশা মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে  মত্স্য কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে ডুমাইন, আড়পাড়া ও নওপাড়া ইউনিয়নের হরিণখোল, ক্ষুদে কোলা ও আড়কান্তি সেতু এলাকার বিলে অভিযান চালানো হয়।

মণিরামপুর (যশোর) : মণিরামপুরের মশ্মিমনগর গ্রামে এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও মো. কামরুল হাসান সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেন ও কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা করেন।


মন্তব্য