kalerkantho


ঈশ্বরগঞ্জে লাশ রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দা থেকে গতকাল শনিবার সকালে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জরুরি বিভাগের রেজিস্টার খাতা থেকে জানা যায়, তিনি পাশের কেন্দুয়া উপজেলার বাটলারা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

কর্তব্যরত চিকিৎসক জানান, রফিকুল ইসলামকে যারা হাসপাতালে আনে তারা রফিকের শ্বশুরবাড়ির লোক পরিচয় দেয়। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। জরুরি বিভাগের কর্মচারীরা জানান, গতকাল সকালে রফিকুল ইসলামকে বুকে ব্যথার কথা বলে হাসপাতালে এনে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হলে সঙ্গে আসা লোকজন হাসপাতাল থেকে লাপাত্তা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতালের বারান্দা থেকে তাঁর লাশ উদ্ধার করে। খোঁজ নিয়ে জানা গেছে, রফিকুলের শ্বশুরবাড়ি কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামে।

থানায় লাশের পাশে থাকা রফিকের ভাই ইসলাম উদ্দিন জানান, থানা থেকে খবর পেয়ে তিনি লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে রফিকের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।


মন্তব্য