kalerkantho


হজ গমনেচ্ছুদের কাছ থেকে টাকা নিয়ে গা ঢাকা

ফরিদপুরে অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধদের তালা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ফরিদপুরে দেড় শতাধিক হজ গমনেচ্ছুর কাছ থেকে টাকা নিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা আহমদ মাশরুর বিরুদ্ধে। হজে যেতে না পেরে ক্ষুব্ধ লোকজন গতকাল শুক্রবার দুপুরে শহরের গোয়ালচামট এলাকার মোল্লাবাড়ি সড়কের মাশরুর বাড়িতে (মাশরু এয়ার ট্রাভেলস) তালা লাগিয়ে দিয়েছেন। এ সময় তাঁরা অবিলম্বে মাশরুর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুর জেলা হিসাবরক্ষণ অফিস থেকে অবসর নেওয়া কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘আমরা স্বামী ও স্ত্রী মাওলানা আহমদ মাশরুকে আমার পেনশনের পাঁচ লাখ টাকা দিয়েছি। কিন্তু হজে যেতে পারিনি। আমার সঙ্গে মাশরু মাওলানা প্রতারণা করেছেন।’

খোঁজ নিয়ে জানা যায়, আহমদ মাশরুর কাছে প্রতারিত হয়ে ফরিদপুর ও আশপাশের এলাকার দেড় শতাধিক ব্যক্তি এবার হজে যেতে পারেননি। তাঁদের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে পালিয়েছেন মাশরু।

অভিযোগ অস্বীকার করেছেন আহমদ মাশরুর স্ত্রী তাহেরা বেগম। তিনি বলেন, আহমদ মাশরুর হজ গমনেচ্ছুদের কাছ থেকে টাকা নিয়ে থাকলে তা পরিশোধ করে দেওয়া হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন আহমেদ বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’মন্তব্য