kalerkantho


মহেশখালীতে গরুর গুঁতোয় মৃত ১

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কক্সবাজারের মহেশখালী দ্বীপে কোরবানির গরুর গুঁতোয় জাফর আলম (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেন এবং মহিষের গুতোয় আহত হয়েছে আরো ছয়জন। গরুর শিংয়ের গুঁতোয় মৃত্যুর ঘটনাটি ঘটেছে ঈদুল আজহার দিন দ্বীপের কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি পশ্চিমপাড়া গ্রামে। আর ধলঘাটা ইউনিয়নে মহিষের গুঁতোয় আহত হওয়ার ঘটনাটি ঘটে ঈদের আগের দিন। স্থানীয় হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, দুই শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে মহিষটিকে আটকায়। তবে শেষ পর্যন্ত মহিষটি ক্রেতার ঘরে নেওয়া সম্ভব হয়নি। পরে কয়েক মাইল দূরের এক গ্রামে মহিষটি জবাই করা হয়।


মন্তব্য