kalerkantho


ময়মনসিংহে বহুরূপী নাট্য সংস্থায় আগুন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ময়মনসিংহের ঐতিহ্যবাহী ‘বহুরূপী নাট্য সংস্থা’য় দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় সাংস্কৃতিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার (ঈদের দিন) আগুনে প্রতিষ্ঠানটির কম্পিউটারসহ বহু পুরনো মূল্যবান দলিল-দস্তাবেজ পুড়ে ছাই হয়ে যায়। বুধবার বিকেলে ঘটনায় দায়ীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনের কার্যালয়ের সামনে শহরের টাউন হল মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়।

সংশ্লিষ্টরা জানান, ওই দিন বিকেলে সংস্থার ঘর থেকে আগুন ও কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয় যুবকরা খবর দিলে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভায়। ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন বহুরূপীর প্রধান সংগঠক শাহাদাত হোসেন খান হিলু। পরে শহরের বিশিষ্টজনরা ও পুলিশের একাধিক টিম আসে। হিলু বলেন, ১৯৭৫ সাল থেকে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। এ নিয়ে তিনবার সংগঠনের কার্যালয়ে হামলা ও চুরির ঘটনা ঘটল।

সমাবেশে বক্তব্য দেন শাহাদাত হোসেন খান হিলু, আনিসুর রহমান খান, নুরুল আমীন কালাম, মোয়াজ্জেম হোসেন বাবুল, নজরুল ইসলাম চুন্নু, মিজানুর রহমান খান লিটন, ইয়াজদানী কোরায়শী কাজল প্রমুখ।


মন্তব্য