kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।

বৃদ্ধার মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামে গত শুক্রবার রাতে নিজ ঘরে আগুনে পুড়ে মারা গেছেন সুফিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা। তিনি ওই গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী।

জানা যায়, গত শুক্রবার রাতে মশার কয়েল জ্বালিয়ে নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন সুফিয়া খাতুন। পরে রাতের কোনো এক সময় কয়েল থেকে সৃষ্ট আগুন বৃদ্ধার গায়ে লাগে। পরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান তিনি। গতকাল শনিবার সকালে এক প্রতিবেশী সুফিয়া খাতুনের বসতঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন।

পরে ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় ওই বৃদ্ধার লাশ।


মন্তব্য