kalerkantho


ফরিদপুরে প্রসূতির মৃত্যু

ভুল চিকিৎসার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ইউনিক প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতি জেসমিন আক্তারের (১৮) মৃত্যু হয়েছে। তিনি বোয়ালমারীর সুগন্ধি গ্রামের আরাফাত শেখের স্ত্রী। ওই হাসপাতালটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে হাড়োকান্দি এলাকায় অবস্থিত।

নিহতের শ্বশুর আতিয়ার রহমান বলেন, ‘পুত্রবধূর স্বাভাবিক প্রসব হতে সমস্যা হচ্ছিল বলে গতকাল সকালে ওই প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ১০ হাজার টাকায় চুক্তি করেন। পরে তাঁরা অস্ত্রোপচারের জন্য আমার পুত্রবধূকে নিয়ে ভুল চিকিৎসা করে মেরে ফেলেছেন। দুপুর ১২টার দিকে খোঁজ নিতে গেলে জানানো হয়, প্রসূতি মারা গেলেও মেয়েসন্তানটি বেঁচে আছে।’

ওই হাসপাতালের চিকিৎসক কাউয়ুম বলেন, ‘প্রসূতি জেমিন আক্তার ধনুষ্টঙ্কার রোগে আক্রান্ত হয়েছিল। তাকে অচেতন করতে গেলে সে মারা গেছে।’ ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মনির হোসেন বলেন, ‘হাসপাতালের মালিক ও চিকিৎসকদের সেখানে পাওয়া যায়নি।’


মন্তব্য