kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


বন্দরে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জ বন্দরে ছাগলের জন্য গাছ থেকে পাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হয়ে সিদ্দিকুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই বাদ জুমা লাশ দাফন সম্পন্ন করেছে।

বন্দর থানার ওসি আবুল কালাম জানান, সিদ্দিকুর রহমান বন্দরের মীরকুন্ডি এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে। তিনি শায়ক হাসান ইবনে ইসহাক জামে মসজিদের পাশের গাছ থেকে পাতা সংগ্রহ করার সময় গাছের পাশ দিয়ে নেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে নিহত হন।


মন্তব্য