kalerkantho


মুন্সীগঞ্জে হামলায় আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর গ্রামে গতকাল শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোল্লারচর গ্রামের গিয়াসউদ্দিনের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী আরিফ মিঝির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় উভয় পক্ষ একাধিক অভিযোগ করেছে। ওই জমিতে গতকাল শুক্রবার সকালে গিয়াসউদ্দিন ঘর নির্মাণের চেষ্টা করেন। খবর পেয়ে আরিফ মিঝি গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আশঙ্কাজনক দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সদর থানার ওসি ইউনুচ আলী জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটেছে। হামলাকারীরা এলাকায় পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় দুজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য