kalerkantho


ফিজিওথেরাপি দিবস

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সাভার উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করেছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র (সিআরপি)। সিআরপির ফিজিওথেরাপি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) পৃষ্ঠপোষকতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে সিআরপি চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সিআরপির নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, বিপিএর সভাপতি ও হেড অব প্রোগ্রামস্ (সিআরপি) ডা. মো. সোহরাব হোসেন এবং সিআরপির ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন। এ ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য