kalerkantho

সার-বীজ বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১০০ জন কৃষকের মধ্যে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের উপদেষ্টা কে এন ইসলাম বাবুল, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ কুমার রায়। উপস্থাপনায় ছিলেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাশেদুল হাসান।


মন্তব্য