kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


কৃষি প্রযুক্তি মেলা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষি বিভাগ আয়োজিত তিন দিনের কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দুই হাজার গাছের চারা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় নেতা মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আমরা অন্যতম। ফলে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বনায়নের বিকল্প নেই। এ ছাড়া এখন উন্নত প্রজাতির গাছের চারা রোপণ করে ২০ বছর পর ওই গাছ বিক্রি করলে তা থেকে ইনস্যুরেন্সের চেয়েও বেশি লাভ পাওয়া যায় বলে গবেষণায় প্রমাণিত। ’ বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি, উপজেলা ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আকতার।


মন্তব্য