kalerkantho

১ম ক লা ম

ভর্তি পরীক্ষা

গোপালগঞ্জ প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮, ২৯ অক্টোবর এবং ৪, ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার আটটি অনুষদের অধীনে ২৩ বিভাগে মোট দুই হাজার ২০৭ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ। এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর; সি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর; ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর এবং এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তীচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd)আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, এবার মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, প্রতিবন্ধী কোটায় ১ শতাংশ, পোষ্য কোটায় ১ শতাংশ, খেলাধুলা/ সাংস্কৃতিক কোটায় ১ শতাংশ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ১ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে।


মন্তব্য