kalerkantho


সড়ক দুর্ঘটনা

তিন স্থানে দুই পথচারী নিহত আহত ১৬

প্রিয় দেশ ডেস্ক   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গোবিন্দগঞ্জে মাইক্রোবাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আলাদা দুর্ঘটনায় যশোরের মণিরামপুরে তিন স্কুল ছাত্র এবং শায়েস্তাগঞ্জে সেনা কর্মকর্তার স্ত্রীসহ ছয় সেনা সদস্য আহত হয়েছেন।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলায় মাইক্রোবাসচাপায় সেজেকা বেগম ও জেলাল হোসেন নামের দুই পথচারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মাইক্রোবাসের সাত যাত্রী। গত বুধবার রাতে রংপুর-বগুড়া মহাসড়কে উপজেলার অভিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ : শায়েস্তাগঞ্জ গোলচত্বরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তার স্ত্রীসহ ছয় সেনা সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে সিলেট ক্যান্টনমেন্টের লে. কর্নেল আব্দুল মমিনের স্ত্রী সাবরিনা জেসমিন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

মণিরামপুর (যশোর) : মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুল ছাত্র আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রাজগঞ্জ-মণিরামপুর সড়কের চণ্ডিপুর ভানুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মন্তব্য