kalerkantho


লোডশেডিংয়ের প্রতিবাদ

নবীগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাও সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০হবিগঞ্জের নবীগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ ও ডিজিএমের অপসারণের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং প্রতিবাদ সভা করা হয়েছে। গতকাল বুধবার এসব কর্মসূচি পালিত হয়।

‘নবীগঞ্জবাসীর ব্যানারে’ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গতকাল সকালে উপজেলা শহরের নতুন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্লী বিদ্যুতের অফিসে যায়। সেখানে গিয়ে তারা অফিসটি ঘেরাও করে রাখে এবং ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা নবীগঞ্জ-কাজিরবাজার সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এতে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

এ সময় জাকারিয়া আহমেদ অপুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন নাজমা বেগম, সাইফুল জাহান চৌধুরী, মোস্তাক আহমেদ মিলু,  এ টি এম সালাম,  চৌধুরী ফয়সল সোয়েব, এম এ আহমদ আজাদ, মো. সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, এম শহিদুজ্জামান চৌধুরী, মতিউর রহমান মুন্না প্রমুখ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজিনা সারোয়ার, নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খানসহ পুলিশের একটি দল সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন।


মন্তব্য