kalerkantho


নালিতাবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

শেরপুর প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শেরপুরের নালিতাবাড়ীতে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ১৫ জন আহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।  আহতদের মধ্যে আটজনকে শেরপুর জেলা হাসপাতালে, পাঁচজনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি ফসিউর রহমান বলেন, ‘হামলার ঘটনাটি জানা নেই। এ ছাড়া এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’


মন্তব্য