kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে কালীগঞ্জের ফুলবাড়িয়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যানিকেতনের কৃষিবিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল ইসলাম বুধবার সকালে বাইসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। এ সময় কালীগঞ্জের ফুলবাড়িয়া রেলগেট পার হওয়ার সময় যশোর থেকে ঈশ্বরদীগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। তিনি একই উপজেলার ফয়লা গ্রামের আছির উদ্দিনের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্য