kalerkantho


শ্রীনগরে পাঁচ হজ গমনেচ্ছুর সঙ্গে প্রতারণা

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পাঁচ হজ গমনেচ্ছুর কাছ থেকে ১৫ লাখ টাকা ও তাঁদের পাসপোর্ট নিয়ে শ্রীনগর দয়হাটা গাউসুল আযম জিলানিয়া দাখিল মাদ্রাসার সুপার সোহরাব হোসেন উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি পটুয়াখালী জেলার চরমৈসাদী দক্ষিণ ধরান্দী গ্রামের মৃত কাদের মৃধার ছেলে।

হজে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে এসে মাদ্রাসা সুপারের প্রতারণার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই হজ গমনেচ্ছুরা। এ বিষয়ে তাঁরা প্রতিকার চেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসা সুপার তাঁর গ্রামের এ কে এম কবির উদ্দিন, নুর মোহাম্মদ খান, আব্দুল খালেক মাস্টার, কাশেম শরীফ ও আবুল কালাম মীরকে হজে পাঠানোর কথা বলে ১৫ লাখ টাকা নেন।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক জানান, বিষয়টি তদন্ত করে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য