kalerkantho


পাবনায় ইউপি সচিবকে পেটালেন আ. লীগ নেতা

পাবনা প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম ইউপি সচিব আকরাম হোসেন মাসুদকে পিটিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সচিবকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, দুপুরে আকরাম অফিসে কাজ করছিলেন। দেড়টার দিকে সাবেক চেয়ারম্যান রবিউলের নেতৃত্বে একটি দল এসে তাঁকে গালাগাল করে। এর প্রতিবাদ করলে রবিউল ও সহযোগীরা তাঁকে বেধড়ক মারধর করেন।

হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘গতকাল পরিষদে ভিজিএফ চাল বিতরণের তালিকা প্রস্তুতসংক্রান্ত একটি সভা হয়। সভার পরে আমরা পরিষদ থেকে চলে গেলেও সচিব দাপ্তরিক কাজ করছিলেন। ওই সময় রবিউল অতর্কিত হামলা চালান। তাঁর সঙ্গে থাকা লোকজন সচিবকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে প্রথমে পরিষদের বারান্দায় ও পরে মাঠে নিয়ে বেদম মারধর করেন। পরে এলাকাবাসী এলে হামলাকারীরা চলে যায়।’

হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের মোবাইল ফোন গতকাল বিকেলে বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। চাটমোহর থানার ওসি একরামুল হক বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি।’

চাটমোহরের ইউএনও বেগম সেহেলী লায়লা বলেন, ‘একজন কর্মচারীর ওপর হামলা কোনোভাবে বরদাশত করা হবে না। সে যেই হোক না কেন।’


মন্তব্য