kalerkantho

কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জে জাল দলিল তৈরির দায়ে দুই নারী ও দলিল লেখকসহ ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরী এ রায় দেন। দণ্ডিতরা হলেন শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকার আ. ওহাবের স্ত্রী খালেদা বেগম (৫৫) ও ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫), আনছার আলীর ছেলে শাহজাহান (৪০), রমজান আলীর স্ত্রী পারুল বেগম (৩৫), বিশ্বনাথ দত্তের ছেলে মানিক দত্ত (৪৫) এবং শ্রীনগর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. কামাল হোসেন। এর মধ্যে প্রথম দুজনকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অন্য চারজনকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


মন্তব্য