kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।

মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গাজীপুরের কালীগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামে এ মতবিনিময় সভা

অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা জাতীয় পার্টির সাব-কমিটির সমন্বয়কারী মো. মোতাহার হোসেন মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান। আলোচনা সময় উপস্থিত ছিলেন নবগঠিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারা কবির, জাতীয় মত্স্যজীবী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট মামুন, শরীফুল ইসলাম শরীফ, জেলা সাব-কমিটির সদস্য রফিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, শরীফ খান, শাহজাহান মোল্লা, নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম রফিক, কাজী মো. নোমান, মো. শহিদুল্লাহ প্রমুখ। আলোচনা শেষে গাজীপুর সদর, কালীগঞ্জ ও কালিয়াকৈরের চারটি ইউনিটের প্রস্তুতি কমিটি করা হয়।


মন্তব্য