kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


টঙ্গী-কামারপাড়া সড়কে পশুর হাট বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০টঙ্গী-কামারপাড়া সড়কে পশুর হাট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গুরুত্বপূর্ণ সড়কটিতে প্রতিবছর পশুর হাট বসানোর কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া-নবীনগর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানান, সোমবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে নিরাপদে ঘরে ফেরা ও নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই-সংক্রান্ত এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ টঙ্গী-কামারপাড়া সড়কে কোরবানির পশুর হাট না বসানোর বিষয়ে সিদ্ধান্তের কথা জানান।

বিষয়টি ভারপ্রাপ্ত মেয়রকে জানানোর পর গাজীপুর সিটি করপোরেশনও ওই স্থানে পশুর হাট বন্ধের সিদ্ধান্ত নেয়।


মন্তব্য