kalerkantho

আসন বাড়ল

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৬১টি আসন বাড়িয়েছে প্রশাসন। গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, ‘বি’ ইউনিটের অধীনে (বিজ্ঞান অনুষদ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ থেকে ১০০টি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৫ থেকে ৫০টি আসনে উন্নীত করা হয়েছে। এ ছাড়া বিকেএসপি কোটায় (সংরক্ষিত আসন) ছয়জনকে ভর্তি করানো হবে। আগামী ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অনুষদ) এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা নেওয়া হবে।


মন্তব্য