kalerkantho

বানরের তাড়া

চাঁদপুর প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ চাঁদপুরে বানরের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে শহরের গুয়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম (২৫) একজন টেইলার মাস্টার। তিনি চাঁদপুর সদরের বহরিয়া গ্রামের সিরাজ মাঝির ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোমবার দুপুরে সাইফুলের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, রাতে বিদ্যুৎ চলে গেলে শহরের ময়ূরী টেইলার্সের মাস্টার সাইফুলসহ অন্যরা তিনতলা ছাদে অবস্থান নেন। এ সময় তিন-চারটি বানর তাঁদের তাড়া করে। অন্যরা দৌড়ে পালাতে পারলেও সাইফুল ছাদ থেকে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 


মন্তব্য