kalerkantho


নাজিরপুর থানায় ছাত্রী ধর্ষণ মামলা

পিরোজপুর প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে পিরোজপুরের নাজিরপুর থানায় গতকাল রবিবার মামলা করেছেন মা। এর পরই পুলিশ চার আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মেয়েটিকে (১৪) গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী মামুনের স্ত্রী ফাতেমা (২৫) মোবাইলে ভিডিও গান দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয়। আগে থেকে সেখানে রসময় মণ্ডলের ছেলে নন্দন মণ্ডল (২২), কাওছার ফকিরের ছেলে আমীন ফকির (২০) ও সরোয়ার শেখের ছেলে কালু শেখ (২২) অবস্থান করছিল। মেয়েটি ঘরে প্রবেশ করার পর তারা গামছা দিয়ে ছাত্রীর মুখ বেঁধে ফেলে। তখন ফাতেমা তাদের ঘরের ভেতরে রেখে দরজা বন্ধ করে বাইরে চলে যায়। নন্দন মেয়েটির ওপর নির্যাতন চালায়। পরিবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রেদানুল ইসলাম রিজনকে জানায়। তিনি থানায় মামলা না করে স্থানীয়ভাবে মীমাংসা করার পরামর্শ দেন। পরে অভিযুক্তরা মীমাংসায় বসতে চায় না বলে পরিবারকে মামলা করার জন্য থানায় নিয়ে আসেন।


মন্তব্য