kalerkantho

মেধাবৃত্তি

বাঞ্ছারামপুর প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৩৭২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। ‘বাঞ্ছারামপুর কল্যাণ সমিতি’র পক্ষ থেকে গতকাল শনিবার এ বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব ও সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম।


মন্তব্য