kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।

স্টপেজের দাবি

নওগাঁ প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী সব আন্তনগর ট্রেনের বিরতির দাবিতে আবারও মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার স্টেশনের প্ল্যাটফর্মে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনকে আসতে দেখে শত শত জনতা রেললাইনে দাঁড়িয়ে গেলে ট্রেনটি থামিয়ে দেন চালক। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর ট্রেনটি আবার ছেড়ে যায়। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় স্থানীয় লোকজন। এ ব্যাপারে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম বলেন, ‘আত্রাইয়ে ঢাকাগামী সব আন্তনগর ট্রেনের স্টপেজ দিতে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। ’


মন্তব্য