kalerkantho


সমাবেশস্থলে ১৪৪ ধারা

শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সমাবেশে পুলিশের বাধা

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে বিএনপির দুই গ্রুপে একই স্থানে সমাবেশ ডাকায় গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা শ্রীনগর বাজারের যুবদল কার্যালয় ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে দুই গ্রুপই আলাদা স্থানে সমাবেশ করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় ব্যানারও ছিনিয়ে নেওয়া হয়। সকালে শ্রীনগর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম কানন গ্রুপ ডাকবাংলো মার্কেটের সামনে মিছিল ও সমাবেশ করে। এ সময় পুলিশ তাদের বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। পরে সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমীন আলী ও সাবেক সাধারণ সম্পাদক দোলায়ার হোসেন গ্রুপ এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল ও সমাবেশ করে।


মন্তব্য