kalerkantho


নারায়ণগঞ্জে শামীম ওসমান

মাদক থেকে দূরে থাকতে হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘লেখাপড়া করে আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হলে গরিবকে ভালোবাসতে হবে। আর ভালো মানুষ হতে হলে শিক্ষার্থীদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ করে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা-বাবাকে কষ্ট দিয়ে কেউ পরকালে শান্তি পাবে না। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদু, সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ, নারী কাউন্সিলর রেহেনা পারভীন, আনোয়ার মাস্টার, অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।


মন্তব্য