kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।

ভিমরুলের কামড়

শেরপুর প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শেরপুরের নালিতাবাড়ীতে গত বুধবার ভিমরুলের কামড়ে রিয়াজুল ইসলাম রিসান (৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় কৃষক ও পথচারীসহ পাঁচজন আহত হয়েছে।

রিসান উপজেলার গোল্লাপাড় গ্রামের বস্ত্র ব্যবসায়ী সুরুজ মিয়ার ছেলে। সে উপজেলা শহরের সেজুঁতি বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এ ব্যাপারে সুরুজ মিয়া জানান, তাঁর ছেলে রিসান স্কুল থেকে ফিরে গত বুধবার বিকেলে এক বন্ধুকে নিয়ে সাইকেল ভ্রমণে বাড়ি থেকে বের হয়। বাড়ির অদূরে একটি গাছের ডালে ভিমরুলের চাক দেখতে পেয়ে কৌতূহলবশত ঢিল ছুড়ে সে। এ সময় ভিমরুল তাঁর ছেলের শরীরে হুল ফুটিয়ে দেয়। ভিমরুলের হাত থেকে রিসানকে রক্ষা করতে গিয়ে আহত হয় আরো পাঁচজন। তাঁর ছেলেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হাসপাতালে রিসানের মৃত্যু হয়।


মন্তব্য