kalerkantho

ভর্তি পরীক্ষা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তীচ্ছুরা আগামী ১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগামী ২৪ নভেম্বর ‘ক’ ইউনিট, ২৫ নভেম্বর ‘খ’ ইউনিট, ২৬ নভেম্বর ‘গ’ ইউনিট, ২৭ নভেম্বর ‘ঘ’ ইউনিট এবং ২৮ নভেম্বর ‘ঙ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিটে আবেদনের জন্য ৬০০ টাকা করে দিতে হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহীত উল আলমের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষার অন্য তথ্য পরে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)-এ দেওয়া হবে।


মন্তব্য