kalerkantho

কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম। গতকাল বুধবার দুপুরে দুই মাদক ব্যবসায়ীকে ওই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার মৃত আবদুল মালেকের ছেলে রবিউল আলম রবু ও রূপগঞ্জ সদরের আবদুর রহিমের ছেলে জাহিদুল ইসলাম। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, রবিউল ও জাহিদুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবনের পাশাপাশি বিক্রি করে আসছে। বুধবার সকালে অভিযান চালিয়ে রবিউলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ও জাহিদুলের কাছ থেকে পাঁচ পুরিয়া গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।


মন্তব্য