kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট

ঈদে সিবোট ভাড়া বাড়বে ৩০ টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০আসন্ন কোরবানির ঈদে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে সিবোট ভাড়া ১৫০ টাকার স্থলে ১৮০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) শিমুলিয়া কার্যালয়ে জেলা বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বাস ও লঞ্চভাড়া না বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে এ সময়।

সভায় আগামী ৮ আগস্ট থেকে এই নৌ রুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফেরিতে যাত্রীবাহী যানবাহনের চাপ না থাকলে ট্রাক পারাপার চলবে। এ ছাড়া ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে আগামী তিন দিনের মধ্যে ড্রেজিং শেষে নৌ রুটটির লৌহজং টার্নিং পয়েন্ট খুলে দেওয়া হবে।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জুয়েদুল আলম, এডিএম শওকত আলম মজুমদার, র‌্যাব-১১-এর ভাগ্যকুল ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার, এএসপি (শ্রীনগর সার্কেল) সামসুজ্জামান বাবু, লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং থানার ওসি মো. ইউনুচুর রহমান বিআইডাব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন খান, বিআইডাব্লিউটিএর এজিএম শাহ খালেদ নেওয়াজ, ট্রাফিক ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান, মাওয়া ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন, সিবোট ঘাট ইজারাদার আশরাফ হোসেন, বাস মালিক সমিতির সভাপতি আলী আকবরসহ লঞ্চ-সিবোট ও ঘাটসংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধিরা।


মন্তব্য