kalerkantho


দুই স্থানে শিশুসহ তিনজনের মৃত্যু

প্রিয় দেশ ডেস্ক   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা স্থানে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন দুজন। প্রতিনিধিদের পাঠানো খবর :

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ও তালশহর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে গতকাল বুধবার ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল দুপুর পর্যন্ত মৃতদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা (দক্ষিণ) : নাঙ্গলকোট উপজেলায় পানিতে ডুবে মমতাজ আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মন্তলী গ্রামে এ ঘটনা ঘটে। মমতাজ ওই গ্রামের আব্দুল মতিনের মেয়ে। এলাকাবাসী জানায়, মমতাজ আক্তার গতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখে।


মন্তব্য