kalerkantho


খালেদার নামে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ

জামালপুরে লাঠিপেটা

প্রিয় দেশ ডেস্ক   

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। এদিকে জামালপুরে মিছিলে পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছে। কালের কণ্ঠ’র প্রতিনিধিদের পাঠানো খবর :

জামালপুর : দুপুরে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ সফল করতে শহরের গেটপার এলাকা থেকে শহর ছাত্রদল নেতারা একটি শান্তিপূর্ণ খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয় অভিমুখে যাত্রা করে। এ সময় সদর থানার পুলিশ মিছিলে বেধড়ক লাঠিপেটা করলে ছাত্রদল নেতা রমজান আলী, মোবারক হোসেন, ফয়সাল, বিপ্লব, রিফাত, বিদ্যুতসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে জেলা ছাত্রদল। এতে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম খান সজিব, যুবদল নেতা ফিরোজ মিয়া, মিজানুর রহমান, শাহ মাসুদ প্রমুখ। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি আব্দুল আওয়াল জানান, পুলিশের অনুমতি ছাড়াই হঠাৎ শহরের ব্যস্ততম সড়কে মিছিল ও সমাবেশ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মৃদু লাঠিপেটা করে।

সাভার (ঢাকা) : আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকালে ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে বিশমাইল-জিরাবো সড়কে এ মিছিল করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জিল্লুুর রহমান, মো. কবির হোসেন, তফাজ্জল হোসেন, সিদ্দিক মিয়া, সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল্লাহ ইউসুফ, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন রানা ও হানিফ। মিছিল থেকে নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানায়। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানায় নেতাকর্মীরা।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : উপজেলার এশিয়ান হাইওয়ের নয়াপুর এলাকায় জেলা ছাত্রদলের নেতা খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেন ছাত্রদল নেতা রিপন শিকদার, আসাদ মিয়া, সোহেল মিয়া, মাসুদ মিয়া, আরিফ হোসেন বাবু, মোহন মিয়া, আমির হোসেন, নিপুণ মিয়া, মামুন মিয়া, আরিফ মিয়া, সেলিম মিয়া, করিম মিয়া, মুন্না মিয়া, সাগর মিয়া, শাহ আলম, ইকবাল হোসেন, ফারুক মিয়া, হাবিবুল্লাহ, ইমন মিয়া, পৌর ছাত্রদল নেতা সেন্টু মিয়া, মুছা মিয়া, অমিত মিয়া প্রমুখ।


মন্তব্য