kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


কৃমির ওষুধ খেয়ে গাংনীতে ১২ শিক্ষার্থী অসুস্থ

মেহেরপুর প্রতিনিধি   

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০মেহেরপুরের গাংনীতে শনিবার দুপুরে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা গাংনীর গাড়াডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পড়ে। এ ঘটনার পর পরই বিদ্যালয় ছুটি দিয়ে অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়।

গাড়াডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তরিফা নাজনিন জানান, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সকালে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। দুপুরের দিকে ফিরোজ আহমেদ, নয়ন হোসেন, জ্যোতি, সিয়াম, নয়ন আহমেদসহ ১২ ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাংনী হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. এম কে রেজা জানান, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।


মন্তব্য