kalerkantho

শতবর্ষ

পিরোজপুর প্রতিনিধি   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি বাজারের শ্রীশ্রী প্রণব মঠের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে পাঁচ দিনের ধর্মীয় অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানের চতুর্থ দিন গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকার সহস্রাধিক ভক্ত মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বিকেলে মন্দির প্রাঙ্গণে ১০ শয্যার স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। এ ছাড়া পঞ্চচূড়া প্রণব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দিরসহ বিভিন্ন সেবাকেন্দ্রের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল ও ভারতের পশ্চিমবঙ্গের বালীগঞ্জের ভারত সেবা আশ্রম সঙ্ঘের প্রবীণ সন্ন্যাসী স্বামী দ্বিব্যানন্দজী মহারাজ। এর আগে সেখানে ধর্মীয় আলোচনা হয়।

মঠের সভাপতি স্বামী গীতাত্মানন্দজি মহারাজের সভাপতিত্বে এতে  প্রধান বক্তা ছিলেন নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি।

প্রসঙ্গত, ১০০ বছর আগে স্থানীয় লোকজনের সহযোগিতায় নির্মিত হয় ওই মন্দির।


মন্তব্য