kalerkantho

চিংড়ি ধ্বংস

চাঁদপুর প্রতিনিধি   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০চাঁদপুরে গতকাল শুক্রবার ভোরে আলাদা অভিযান চালিয়ে দুই হাজার কেজি ভেজাল চিংড়ি মাছ জব্দ করেছে কোস্টগার্ড। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে চাঁদপুরে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এনায়েত উল্যাহ জানান, বিদেশে রপ্তানিযোগ্য বড় আকারের চিংড়ি মাছের পেটে বিশেষ পদ্ধতিতে জেলি পুশ করে ওজন বাড়ানো হচ্ছে—গোপনে খবর পেয়ে চাঁদপুরের বড় স্টেশন মাছের আড়ত, হরিণা ফেরিঘাট ও আলুর বাজারে বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার কেজি ভেজাল চিংড়ি জব্দ করা হয়। এর আগে অভিযানের খবর পেয়ে এ অসাধু ব্যবসার সঙ্গে জড়িতরা দ্রুত গা ঢাকা দেয়। তবে তাদের আটকের চেষ্টা চলছে বলে ওই কর্মকর্তা জানান। পরে দুপুরে জব্দ করা চিংড়ি চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে মাটিতে পুঁতে ফেলা হয়। এ সময় সেখানে জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে চাঁদপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সিরাজুম মুনীর বলেন, মাছের পেটে কৃত্রিম যেকোনো রাসায়নিক খাদ্য ক্ষতিকর। এতে ওজন বাড়লেও মাছের গোটা দেহে এর প্রভাব ছড়িয়ে পড়ে। এ মাছ খেলে মানুষের জীবনীশক্তি কমে যাওয়ার আশঙ্কা থাকে।


মন্তব্য