kalerkantho


প্রতিমন্ত্রী বীর বাহাদুর

জনবসতি উচ্ছেদ করে বনায়ন নয়

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, জনবসতি উচ্ছেদ করে পার্বত্য চট্টগ্রামে সরকারি বনায়ন বা কোনো ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। বান্দরবান কালেক্টরেট মিলনায়তনে জাতীয় ভূমি সপ্তাহ উদ্বোধনকালে শুক্রবার সকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের নামে অতীতে যেসব প্রকল্প নেওয়া হয়েছে—সেগুলো জাতীয় বা রাষ্ট্রের উন্নয়ন না হয়ে শুধু ক্ষুুদ্র নৃগোষ্ঠীর মানুষকেই উচ্ছেদ হতে হয়েছে। এ সময় তিনি সরকারি বনায়ন বা অন্য যেকোনো উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে যাতে জনবসতি উচ্ছেদ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে সভায় বোমাং সার্কেল চিফ রাজা উ চ প্রু, পুলিশ সুপার মিজানুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট স্বপন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. মহীউদ্দিন ও সুয়ালক মৌজার হেডম্যান মং থোয়াই চিং বক্তব্য দেন।


মন্তব্য