kalerkantho


যশোর সদরে নির্বাচন প্রত্যাখ্যান বিএনপির

বিশেষ প্রতিনিধি, যশোর   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০যশোর সদর উপজেলার ইউপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে তারা ১৩টি ইউনিয়নে পুনর্নির্বাচন এবং একটির স্থগিত কেন্দ্রগুলোর সুষ্ঠু নির্বাচন দাবি করেছে। তবে ফতেপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ায় সেটির পুনর্নির্বাচন দাবি করা হয়নি। গতকাল শুক্রবার দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সদর উপজেলা বিএনপি এসব দাবি করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনে ভোটের নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ নাটক মঞ্চস্থ করেছে। এর মাধ্যমে গণতান্ত্রিক ঐতিহ্যকে তছনছ করা হয়েছে। গ্রাম পর্যায়ে এ ভোট ছিল উৎসবের। কিন্তু নির্বাচন মানে উদ্বেগ-আতঙ্ক আর ভয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, সদর উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শাসকদলের পক্ষ থেকে বিএনপি মনোনীত প্রার্থীদের ওপর নানাভাবে হয়রানি শুরু হয়। নির্বাচনের আগে প্রাণনাশের হুমকি দিয়ে তিনজন বিএনপি  প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু প্রমুখ।


মন্তব্য