kalerkantho


তনুর খুনিদের বিচার দাবি

প্রিয় দেশ ডেস্ক   

১ এপ্রিল, ২০১৬ ০০:০০তনুর খুনিদের বিচার দাবি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল বগুড়া সরকারি মুজিবর রহমান মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে। ছবি : কালের কণ্ঠ

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। কর্মসূচি থেকে তনু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

নড়াইল : ‘সচেতন লোহাগড়াবাসী’র আয়োজনে লোহাগড়া উপজেলা প্রধান ফটকের সামনে দুপুরে মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক খাইরুল ইসলাম, প্রভাষক রূপক মুখার্জি, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ। শেষে তনু হত্যার বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

কুমিল্লা (দক্ষিণ) : নাঙ্গলকোট উপজেলায় ময়ূরা উচ্চ বিদ্যালয় ও মৌকরা ইউনিয়ন ছাত্রলীগের যৌথ উদ্যোগে দুপুরে স্কুল প্রাঙ্গণে মানববন্ধন হয়েছে। এ সময় প্রধান শিক্ষক মো. শাহজাহান, সহকারী শিক্ষক তাজুল ইসলাম, অনিমেষ চন্দ্র পাল, মফিজুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা : সকালে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসের হাদী চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সহসভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান।

চাঁপাইনবাবগঞ্জ : শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেট চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। সমাবেশে বক্তব্য দেন আবু হাসিব, মনিরুজ্জামান মনির, জামাল বাচ্চু, শাখাওয়াত হোসেন, আবুল হাসান, জুয়েল রানা প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা): মুরাদনগরের রামচন্দপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ ও রামচন্দপুর রামকান্ত হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল আলাদা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এসব কর্মসূচিতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহাম্মদ চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম।


মন্তব্য