kalerkantho


বজ্রাঘাতে দুই ছাত্রসহ পাঁচজনের মৃত্যু

প্রিয় দেশ ডেস্ক   

১ এপ্রিল, ২০১৬ ০০:০০রাজবাড়ী, ফরিদপুর ও বাগেরহাটে বজ্রাঘাতে দুই ছাত্রসহ পাঁচজন মারা গেছে। একই ঘটনায় আহত হয়েছেন এক দিনমজুর। প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রাজবাড়ী : সদর উপজেলার শায়েস্তাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রাঘাতে ইসারত মোল্লা নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই ঘটনায় উপজেলার ধর্মশী গ্রামে নিহত হয়েছেন কৃষক লাভলু মোল্লা।

ফরিদপুর : বজ্রাঘাতে মো. হাসান মোল্লা নামের এক ছাত্র মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। হাসান একই গ্রামের জাভেদ মোল্লার ছেলে। এ বছর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

বাগেরহাট : মোরেলগঞ্জ উপজেলার কামলাগ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রাঘাতে দুই দিনমজুর নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন কালিপদ মজুমদার ও রফিকুল ফরাজী। আহত সাইফুল শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মন্তব্য