kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


সিরাজদিখানে নদীতে লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৩১ মার্চ, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছামতি নদী থেকে গতকাল বুধবার দুপুরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়ায় লাশ পচে-গলে বিকৃত হয়ে গেছে।

সিরাজদিখান থানার এসআই মানিক জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া এলাকায় ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


মন্তব্য