kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত

প্রিয় দেশ ডেস্ক   

৩১ মার্চ, ২০১৬ ০০:০০সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার সকালে ঝালকাঠির নলছিটি, চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদপুরের নগরকান্দায় তিন শিশু নিহত হয়েছে।

ঝালকাঠি : ঝালকাঠি-বরিশাল  মহাসড়কের নলছিটির রায়াপুর বটতলা এলাকায় অ্যাম্বুল্যান্সচাপায় নিহতের নাম আশা মণি।

সে বটতলা গ্রামের জাকির হোসেনের মেয়ে ও রায়াপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

চাঁদপুর : হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোডের কাঁঠালী বাদামতলী এলাকায় ট্রাক্টরচাপায় নিহত হয় চার বছরের শিশু সিফাত তফাদার। সে কাঁঠালী তফাদারবাড়ীর শামছুল আলম তফাদারের ছেলে। দুর্ঘটনার পর দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। সকালে সিফাত তার বাবার সঙ্গে বাড়ির পাশে শামছুল আলম একাডেমি (বিদ্যালয়) থেকে বেরিয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় কচুয়াগামী দ্রুতগামী ট্রাক্টর সিফাতকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

ফরিদপুর : ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের কালিয়ার মোড় এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় নিহতের নাম বৃষ্টি (৪)। সে পাশের জিয়াকুলী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।


মন্তব্য