kalerkantho


হবিগঞ্জের গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি   

৩১ মার্চ, ২০১৬ ০০:০০হবিগঞ্জ সদরের ধল গ্রামে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ধল গ্রামের একটি মসজিদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো আমির উদ্দিনের মেয়ে হেফজো আক্তার (৫), আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহাদ মিয়ার ছেলে জীবন মিয়া (৫)।

জানা গেছে, সকাল ১১টার দিকে মসজিদের সামনে পুকুর পাড়ে খেলা করছিল শিশুরা। এ সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। অন্য এক শিশু বিষয়টি দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। কিন্তু পরিবারের লোকজন গুরুত্ব দেয়নি। পরে তিন শিশুর লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী। তাত্ক্ষণিকভাবে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্ক তাদের মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, নিহত শিশুদের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। বিষয়টি পুলিশ তদন্ত করবে বলেও জানান তিনি।


মন্তব্য