kalerkantho


এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রিয় দেশ ডেস্ক   

৩০ মার্চ, ২০১৬ ০০:০০জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

কুড়িগ্রাম : কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স ও মাস্টার্স শিক্ষক পরিষদ কুড়িগ্রাম শাখা। এ সময় বক্তব্য দেন শিক্ষক পরিষদের সভাপতি যাবের ইবনে হুদা সাগর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষক নেতা আক্তারুজ্জামান পলাশ, তপতী রায়, মিনা বেগম, নুরে খাতুন, আতাউর রহমান মিন্টু প্রমুখ।

রংপুর : মঙ্গলবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা মানববন্ধন ও প্রতীকী অনশন পালন করেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতা ফারুক আহম্মেদের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন, কৌশিক ভট্টাচার্য, আতাউর রহমান, নজরুল ইসলাম, মইনুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ রংপুর শাখার আয়োজনে প্রেস ক্লাব চত্বরের সামনে শিক্ষকরা প্রায় দেড় ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন।

নীলফামারী : শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্ব্বরে মঙ্গলবার দুপুরে শ্যামল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল্লাহ আল মামুন, গোলাম মোস্তফা, ফারহানা ইয়াসমিন, সাজেদুল হক প্রমুখ।

মাগুরা : মাগুরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ আয়োজিত এ মানববন্ধনে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি তুষার কান্তি দে, সাধারণ সম্পাদক উত্তম কুমার দত্ত প্রমুখ।


মন্তব্য