kalerkantho


সুরমায় নৌকা ডুবে ঘুমন্ত দুই শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি   

৩০ মার্চ, ২০১৬ ০০:০০সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ দুই শ্রমিকের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে সুনামগঞ্জ থেকে পাথরবোঝাই একটি স্টিলবডি নৌকা (বলগেট) সুরমা নদীপথে ভৈরবের উদ্দেশে যাত্রা করে। নৌকায় শ্রমিক হিসেবে ছিলেন উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের জালাল আহমদের ছেলে আসাদ আলী (২৫) ও একই গ্রামের কামাল হোসেনের ছেলে মনির হোসেন (২২)। তাঁরা রাতে বাড়ির ঘাটে স্টিলবডি নৌকা নোঙর করে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে এলাকাবাসী নদীর ঘাটে এসে দেখে নৌকা পানিতে ডুবে আছে। ধারণা করা হচ্ছে, ফুটো দিয়ে পানি ঢুকে নৌকাটি ডুবে গেছে।

খবর পেয়ে জামালগঞ্জ থানার পুলিশ এলাকাবাসীকে নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহত দুই শ্রমিকের পরিবারে শোকের মাতম চলছে।

জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে স্থানীয়দের নিয়ে সকাল থেকেই আমরা উদ্ধার অভিযানে নামি। দুপুরে দুজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’


মন্তব্য