kalerkantho

বোমা হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৯ মার্চ, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জের সদরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের কীটনাশকের দোকানে বোমা হামলা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার মুন্সীগঞ্জ-মাকাহাটি সড়কের লোহারপুলে এ ঘটনা ঘটে। তবে এ সময় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আবুল কাশেম উপজেলার মহাকালি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। হামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হঠাৎ একদল সন্ত্রাসী তাঁর দোকানের সামনে এসে ভেতরে বোমা ছুড়ে মেরে পালিয়ে যায়। এ সময় তিনি পাশের একটি দোকানে চা খাচ্ছিলেন বলে হামলা থেকে বেঁচে যান। এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য